বান্দরবানে এক চুর ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ

- আপডেট সময়ঃ ০৬:৫৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩
- / ১৭৯ বার পড়া হয়েছে
রবিবার ২৩জুলাই সকালে বান্দরবান ডিসি বাংলো কার্যালয়ে বান্দরবান বিশ্ব চুরি এক ব্যক্তিকে হাতেনাতে ধরার পড়েছে!
সূত্র জানা যায় গত কোরবান আগে দিন থেকে বান্দরবান শহরে বিভিন্ন এলাকায় চুরি দল গুলো নানা ধরনের তালা ভেঙে ফেলে দোকানে মালামাল চুরি করার উদ্যাশ্য নেয়!
পরে স্থানীয় লোকজনরা যার যার এলাকায় চুরদেরকে ধরার জন্য জেলা প্রশাসক মহোদয়ের কাছে আইনের আওতায় জন্য ফেসবুকে স্টার্ট দিলে আইন শৃঙ্খলা বাহিনীরা দ্রুত ভাবেই তদন্তে করে প্রতি মুহূর্তে এলাকায় টহল দেয়!
গত ২২জুলাই শনিবার জেলা প্রশাসক এর বাস ভবন থেকে বান্দরবান জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস ব্যবহারহৃত ল্যাপটপ চুরি করে নিয়ে যাইও রবিবার ২৩জুলাই সকালে আবারও সেখানে চরি করার জন্য গেলে তাকে পুলিশ গ্রেফতার করেন!
স্থানীয় লোকজনরা জানান বান্দরবান দীর্ঘদীন ধরে দোকান থেকে শুরু করে নানান অফিসে মূল্যবানের জিনিস পত্রগুলো চুরি করার উদ্যাশ্য নেয় অনেক সময় মোবাইল, ল্যাপটপ চরি হয়ে যায় বলে তারা জানান!
স্থানীয় লোকজনরা আরও বলেন গ্রেফতারকৃত আসামীকে কঠিন শাস্তি দেবার জন্য দাবি করেন!