সর্বশেষঃ  
                                    
                            
                                যৌথভাবে বিপিএলের দ্বিতীয় বড় জয় চিটাগংয়ের, ফের হার রাজশাহীর
 
																
								
							
                                
                              							  স্পোর্টস ডেষ্ক:									
								
                                
                                - আপডেট সময়ঃ ০৬:০৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
- / ২৪৩ বার পড়া হয়েছে
স্পোর্টস ডেষ্ক:
দুর্বার রাজশাহীকে ১০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে চলতি বিপিএলের প্রথম জয় তুলে নিয়েছে চিটাগং কিংস। রানের হিসেবে বিপিএলের ইতিহাসে যৌথভাবে এটি দ্বিতীয় সবচেয়ে বড় জয়। অন্যদিকে এক ম্যাচ জয়ের পর ফের হারের কবলে পড়েছে রাজশাহী।
রানের হিসেবে বিপিএলের ইতিহাসের সবচেয়ে বড় জয়টি ১১৯ রানের। ২০১৩ সালে শেরে বাংলায় সিলেট রয়্যালসকে এই ব্যবধানে হারিয়েছিল এই চিটাগংয়ই। এরপর ২০১৯ সালে রংপুর রাইডার্সকে ১০৫ রানে কুমিল্লা ওয়ারিয়র্স, একই আসরে খুলনা টাইানসকে সমান ব্যবধানে হারিয়েছিল ঢাকা ডাইনামাইটস।
১০৫ রানের জয় বিপিএলের ইতিহাসে রানের হিসেবে দ্বিতীয় সবচেয়ে জয়। অর্থাৎ যৌথভাবে তৃতীয় দল হিসেবে ১০৫ রানের ব্যবধানে জিতলো চিটাগং।
                                 ট্যাগস : 
                                                            
                   
                        
                             
																			 
																		
























