বান্দরবান সেনা জোনের সহযোগিতায় চিকিৎসায় খোঁজ খবর নিছেন জোন প্রতিনিধি মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ আসাদুজ্জামান
- আপডেট সময়ঃ ০৪:৩৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
- / ১৯৭ বার পড়া হয়েছে
বান্দরবান রোয়াংছড়ি উপজেলাধীন সদর ইউনিয়ন এর অন্তর্গত পাইনক্ষ্যং পাড়ার এক অসহায় পরিবারকে হাসপাতালে এক নাবালক শিশু ভর্তি হওয়ায় রোগীকে ৩০মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সময়ে বান্দরবান সেনা জোনের প্রতিনিধি রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন মোঃ আসাদুজ্জামান ভূক্তভোগী রোগীকে সহযোগিতায় মুমূর্ষ শিশুকে চিকিৎসা সহায়তা প্রদানও খোঁজ খবর নিয়েছেন।
সূত্রে জানা যায়, বান্দরবান সেনা জোন এর কর্তৃক সার্বিক নির্দেশনায় গত ২৯মার্চ বুধবার খ্রিস্টিয়াং বমকে সেনা জোনের সহযোগিতায় ভুক্তভোগী শিশু দীর্ঘদিন যাবত দুরারোগ্য চর্ম রোগে আক্রান্ত হয়ে কষ্টের দিনাপাত করছে।
এতে বান্দরবান সেনা জোন সংবাদ পাওয়া মাত্র তাৎক্ষণিক ভাবে পরিবারসহ শিশুটিকে বান্দরবান সদর হাসপাতালের চিকিৎসা সহায়তা শুরু করে এবং শিশুটির সার্বিক চিকিৎসা ব্যয়ভার সেনাজোন বহন করেনও শিশু পরিবার পার্শ্বে খোঁজ নিচ্ছেন সেনা জোন কতৃপক্ষ!
চিকিৎসক ডাঃ জুয়েল ত্রিপুরা বলেন পাহাড়ি নিরীহ অসহায় এক শিশুকে বান্দরবান সেনা জোন সার্বিক সহায়তা মাধ্যামে তাৎক্ষণিক ভাবেই বান্দরবান সদর হাসপাতালে শিশুটিকে ভর্তি করিলে আমরা শিশুকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়ও গতকাল থেকে আমরা ট্রিটমেন্ট দিয়েছেি এখন আগের তুলনায় অনেকটা ভাল হয়েছে বলে জানান!






















