মোঃ জুয়েল হোসাইন, বান্দরবান:
৮অক্টোবর মঙ্গলবার সকালে বান্দরবান ক্যান্টলমেন্ট সেনা উদ্যোগে দূর্গা পূজা উপলক্ষে বান্দরবান সদরের ৮টি পূজা মন্ডলি আর্থিক সহায়তা প্রদান করেন বান্দরবান সেনা!
এসময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন লে.কর্নেল এ এস এম মাহমুদুল হাসান ,পিএসসি। জোন কমান্ডার,বান্দরবান জোন,ক্যাপ্টেন আব্দুল মান্নান,জি-৩ (ইন্ট), বান্দরবান রিজিয়ন। লে.মোহাম্মদ মোস্তাহিদুর রহমান মৃধা। জেডএসও, বান্দরবান জোন।
আরও উপস্থিত আছেন বান্দরবান জেলার সকল সাংবাদিকবৃন্দগণ!
প্রধান অতিথি কর্নেল এ এস এম মাহামুদুল হাসান, পি এস সি, জোন কমান্ডার, বান্দরবান জোন তিনি বলেন বান্দরবান একটি সম্প্রীতির বান্দরবান সেনা সব সময় আপনাদের পার্শ্বে থাকবেও আমরা চেষ্টায় করি যেন আপনাদেরকে আরও সামনে অনেক কিছু সাহায্য করতে পারব এই চেষ্টায় থাকবে!