‘আন্ডারওয়ার্ল্ডের’ দ্বন্দ্বে খুন হন মামুন, ২ লাখ টাকায় ভাড়া করা হয় শ্যুটার: পুলিশ
- আপডেট সময়ঃ ০৪:০৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / ১৭ বার পড়া হয়েছে
আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্বের জেরে শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ডিবি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘আন্ডারওয়ার্ল্ডে একজন জেলে গেলে আরেকজন উঠে আসে ক্ষমতা দখলের জন্য। রনিকে গ্রেফতার করতে পারলে বিষয়টি আরও স্পষ্ট হবে। রনি একসময় মুদি দোকানদার ছিলেন, এখন সন্ত্রাসী গ্রুপের নেতা।’
তিনি আরও বলেন, ‘মামুনকে হত্যার জন্য একাধিকবার চেষ্টা চালানো হয়েছিল। পরে মামলার হাজিরার দিনটিকে লক্ষ্য করে পরিকল্পনামাফিক হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডে দুই লাখ টাকা দেওয়া হয়েছিল।’
১৩ নভেম্বরের পরিস্থিতি নিয়ে উদ্বেগের বিষয়ে তিনি বলেন, ‘এ হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির কোনো সম্পর্ক নেই। এটি সম্পূর্ণ অপরাধমূলক ঘটনা। ১৩ নভেম্বর নিয়ে ভয়ের কিছু নেই— আমরা কঠোর হাতে এসব অপরাধীকে দমন করছি।’
সামাজিক যোগাযোগমাধ্যমে পিসি হেলালের ‘বারবিকিউ পার্টি’ ভিডিও ভাইরাল হওয়ার প্রসঙ্গে শফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমরা দেখেছি। আমাদের গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে, তৎপরতা অব্যাহত আছে।’
এর আগে সোমবার পুরান ঢাকার সূত্রাপুর এলাকায় প্রকাশ্যে গুলি করে মামুন নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়। একটি মামলায় আদালতে হাজিরা শেষে রাজধানীর আফতাবনগরের বাসায় ফেরার পথে তাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। দুই বছর আগেও তেজগাঁও এলাকায় তার ওপর হামলার চেষ্টা চালানো হয়েছিল।
নিহত মামুন ছিলেন চিত্রনায়ক সোহেল চৌধুরী ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই সাঈদ আহমেদ টিপু হত্যা মামলার আসামি। তিনি তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ‘ইমন–মামুন’ গ্রুপের অন্যতম প্রধান ছিলেন। একসময় তিনি ছিলেন অপর শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের সহযোগী। অপরাধ জগতের নিয়ন্ত্রণ নিয়ে ইমন ও মামুনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।























